মেহেরপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণ, ২ শিশু আহত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩


মেহেরপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণ, ২ শিশু আহত
আহত শিশু

মেহেরপুর সদর থানা চত্বরে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। এ সময় সাঈদ ও রুবেল নামের দুই শিশু আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাঈদ নামের শিশুকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে সদর থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 


সাঈদ শহরের থানা পাড়ার নাসিম উদ্দিনের ছেলে। আহত অপর শিশুর রুবেল মেহেরপুর সদরের গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। 

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, সকালে শিশুরা থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমাটি দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার কাছে থাকা দুই শিশু আহত হয়। থানার চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)।


তিনি আরও বলেন, আহত শিশুদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেন ইমারজেন্সি মেডিকেল অফিসার অমৃত সরকার। অবস্থা গুরুতর হলে সাঈদ নামের শিশুকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়।