রেজিস্ট্রেশন ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে না: রেলমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেজিস্ট্রেশন না করা থাকলে কেউ ট্রেনের টিকিট পাবেন না। প্রথমত আন্তঃনগর ট্রেনে এই কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে লোকাল ট্রেনেও একই ব্যবস্থা চালু করা হবে।
বুধবার (১ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পিওসি (পয়েন্ট অব সেলস) মেশিন হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, আগে যে কারো কাছে নির্ধারিত ট্রেনের টিকিট থাকলেই ভ্রমণ করতে পারতেন। কিন্তু এখন নতুন নিয়মে টিকিট থাকলেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
তিনি আরও বলেন, যার টিকিট কেবল তিনিই ভ্রমণ করতে পারবেন। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না। যদি কেউ অন্যের টিকিটে ভ্রমণ করেন, তবে সেটি বিনা টিকিটে ভ্রমণ করা বলে গণ্য হবে। শুধু তাই নয়, অন্যেরটিকিট সঙ্গে থাকলেও বিনা টিকিটে ভ্রমণের দায়ে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে।
এছাড়া এখন কেউ চাইলে টিকিট কাটার পর বাতিল করতে পারবে, অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই তিনি তার টাকা ফেরত পাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে টিকিট কাটার পর যাত্রা বাতিল বা টিকিটের টাকা ফেরত পেতে রেলওয়ে স্টেশনে যাওয়া লাগতো। কিন্তু নতুন নিয়মে যাত্রীরা ঘরে বসেই তাদের টাকা ফেরত পাবেন।