শুটিং করতে গিয়ে গুরুতর আহত সামান্থা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৪৯ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩
দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। তিনি শুটিং সেটে মারাত্মকভাবে আহত হয়েছেন। এ খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন নায়িকা।
সামাজিকমাধ্যমে সামান্থার প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, তার দুই হাতের আঙুল, কব্জি কেটে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। ওয়েব সিরিজ ‘সিটাডেলে’র হিন্দি সংস্করণের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
হাতে গ্লাভস পরে ঘুঁষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে সামান্থাকে। জানা যায়, সরাসরি ওই দৃশ্য অংশ নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। কেবলই রোগমুক্তি হয়েছে তার।
নিয়মিত শরীরচর্চাতেও মগ্ন। তার মধ্যেই পড়লেন নতুন বিপদে। নিজের অসুস্থতাকে পাশ কাটিয়ে অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই অনুরাগী ও সেটে প্রশংসা কুড়িয়েছেন ‘শকুন্তলম’ অভিনেত্রী।
‘সিটাডেলে’ সামান্থা জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। গুঞ্জন উঠেছে, নায়িকা আহত হওয়ায় অস্থির হয়ে পড়েছেন তিনি। নিয়মিত সেবা যত্ন করে চলেছেন অভিনেত্রীর।
‘সিটাডেলে’ সিনেমাটি হিন্দি সংস্করণের নির্মাণ করেছেন অ্যান্ড ডিকে। এরইমধ্যে নির্মাতাদ্বয়ের ‘ফ্যামিলি ম্যান’ সিরিজ বেশ প্রশংসিত হয়েছে। তারা আগেই জানালেন, সামান্থাকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। প্রত্যেকটি দৃশ্যই ঝুঁকির। সেই ঝুঁকি নিতেই আহত হলেন অভিনেত্রী।