শয্যাসঙ্গী হইনি বলে জেলে দিতে চেয়েছিল: কঙ্গনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:২২ পূর্বাহ্ন, ২রা মার্চ ২০২৩


শয্যাসঙ্গী হইনি বলে জেলে দিতে চেয়েছিল: কঙ্গনা
কঙ্গনা রনৌত

বলিউডের বিতর্কি অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেয়েই যারতার নামে বদনাম শুরু করেছেন তিনি। 


এবার এক বিস্ফোরক মন্তব্য করে কঙ্গনা জানালেন, নায়কের শয্যাসঙ্গী না হওয়ায় জেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে। 


সোশ্যাল মিডিয়া টুইটারে কঙ্গনা লিখেছেন, 'বলিউডের বাকি নায়িকাদের মতো তো নই। খিলখিলিয়ে হেসে উঠতে পারি না। বিয়ের রাতের পার্টিতে ডাকলেই নাচতে চলে যাই না। ছবিতে আইটেম গানে নাচি না।'


তিনি আরও জানান, 'এমনকি, রাতে নায়কের বিছানায় ডাক পড়লে সাফ মানা করে দিয়েছিলাম। তাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল ভিখারি ফিল্ম মাফিয়ারা। সেই সুবাদে জেলে দেওয়ারও চেষ্টা হয়েছিল। যদিও তারা ব্যর্থ।'


বিতর্কিত এ তারকা আরও জানান, তারা তার মনোভাবকে অহংকার ভেবে ভুল করেছিলেন। নিজেদের না শুধরে নায়িকাকে শোধরানোর আপ্রাণ চেষ্টা করে গেছেন!