বয়স ১৮ কম, এক ঘণ্টার বেশি চালানো যাবে না টিকটক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৩


বয়স ১৮  কম, এক ঘণ্টার বেশি চালানো যাবে না টিকটক
ফাইল ছবি

বয়স ১৮ বছরের কম হলে এক ঘণ্টার বেশি  বেশি ব্যবহার করা যাবে না জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটিক। চীনা কোম্পানিটি স্বয়ংক্রিয়ভাবে এই পদ্ধতি চালু করতে যাচ্ছে। 


এছাড়াও বাবা-মা যাতে সন্তানের অ্যাপটির গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে সে জন্য নতুন টুল ডেভলপ করছে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে সন্তানরা কোন ধরনের ভিডিও দেখছে, তার ওপর নজরদারি করতে পারবে বাবা-মা।


বিশ্বব্যাপি নানা দেশে টিকটক নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বের করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।


বুধবার (১ মার্চ) এই ব্যবহার-বিধি আনার ঘোষণা দেয় টিকটক। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি বাইটেডান্স-এর আগে সিঙ্গাপুরেও একই ধরনের সিদ্ধন্ত নিয়েছিল। ২০২১ সালেই চীন সরকার শিশুদের অনলাইন গেম খেলার সময় নির্ধারণ করে দেয়। 


সেই নিয়মের ফলে অনলাইনে এক ঘণ্টার বেশি গেম খেলতে পারে না চীনা শিশুরা। আর সেই নিয়মে আরও বলা হয়েছে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া শিশুরা এই গেম খেলতে পারবে না।