গোলাপবাগে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৩
রাজধানীর গোলাপবাগে শ্যামলী পরিবহনের বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক পথচারী মারা গেছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।
জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে। জাহিদুল পেশায় রং মিস্ত্রি ছিলেন।
যাত্রাবাড়ী থানার এসআই মোস্তাকিম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে জাহিদুল ইসলাম নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন।