কুমিল্লায় মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৩


কুমিল্লায় মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
রিয়াদুল হাসান রাসেল- মিস্ত্রি মোশারফ হোসেন

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী ও মোটরসাইকেল মেরামত মিস্ত্রি নিহত হয়েছে। 


বুধবার (১ মার্চ) রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর শুশুন্ডা’য় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত. ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলিয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।  


প্রত্যক্ষদর্শী হতে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 


সড়ক দুর্ঘটনার বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জনবাণীকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণে।