‘সেকশন ৮৪’ সিনেমায় অমিতাভ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২০ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩


‘সেকশন ৮৪’ সিনেমায় অমিতাভ
অমিতাভ বচ্চন

নির্মাতা ঋভু দাশগুপ্তের পরিকল্পনায় ‘সেকশন ৮৪’তে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। প্রায় ৬ বছর পর আবারও আদালতে দেখা যাবে বলিউড মেগাস্টারকে।


সম্প্রতি নতুন এই  সিনেমার খবর নিজেই টুইটারে জানিয়েছেন বিগ বি। ‘কোর্টরুম’ বা আদলত কক্ষ নিয়ে গড়ে ওঠা কাহিনীর এই সিনেমায় অমিতাভই প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।


তবে তিনি আইনজীবী, নাকি বিচারক হচ্ছেন সেটা এখনও পরিষ্কার করে জানানো হয়নি। এর আগে ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমায় আদালত কক্ষে পাওয়া গিয়েছিল অমিতাভকে।


অমিতাভ বচ্চন টুইটে লিখেছেন, 'আবারও সৃষ্টিশীল মানুষটির নতুন উদ্যোগের সঙ্গে শামিল হলাম, এই ধরনের সিনেমা প্রতিবার আমার দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’' 


ঋভু দাশগুপ্তর  এটি তৃতীয় সিনেমা। এর আগে ২০১৪ সালে ঋভুর টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’তে অভিনয় করেন তিনি। এর দু’বছর বাদে ২০১৬ সালে ‘টিইথ্রিএন’ থ্রিলার সিনেমাতেও ঋভু নিয়ে আসেন এই মহাতারকাকে।