সদরপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০০ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩
ফরিদপুরের সদরপুরে বর্নিল আয়োজনের মধ্যদিয়ে “ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্য বিষয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা র্যালীবের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
তিনি বলেন, সঠিক কাগজপত্র দিয়ে সঠিক নিয়মে ভোটার হওয়ার জন্য নতুনদের তিনি আহব্বান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহম্মদ ওমর ফয়াসল, মাধ্যমিক শিকআষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, আনসার ভিডিপি শাখা ব্যবস্থাপক রতন কুমার সাহাসহ অন্যান্যরা।