ডিসির নাম ভাঙিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৮ এএম, ৩রা মার্চ ২০২৩


ডিসির নাম ভাঙিয়ে সরকারি জায়গা দখলের অভিযোগ
সরকারি জায়গ দখল করে মার্কেট নির্মাণ। ছবি: জনবাণী

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রোঞ্জ মার্কেটের পূর্বপাশে কোটি টাকা মূল্যের সরকারি জায়গায় মার্কেট  নির্মাণের অভিযোগ উঠেছে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত যুগ্মসাধারণ সম্পাদক প্রভাবশালী টুলু বাগচি নামের এক ব্যক্তির  বিরুদ্ধে। সে দক্ষিণ জলিরপাড় এলাকার মৃত হল গোবিন্দ (পাখি) বাগচির ছেলে।


সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় বিপুলসংখ্যক শ্রমিকরা মার্কেটের নির্মাণ কাজে ব্যস্ত। কে মার্কেট নির্মাণ করছেন? জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত যুগ্মসাধারণ সম্পাদক, প্রভাবশালী টুলু (লিটন) বাগচির নাম বলেন। সে স্থানীয় জলিরপাড় ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়ের ঘনিষ্ঠ লোক হওয়ায় এমনটি করতে পারেন বলে জানান তারা।


অভিযুক্ত টুলু (লিটন) বাগচির কাছে সরকারি জায়গায় মার্কেট নির্মাণে প্রশাসনের অনুমতির ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তিনি ডিসির অনুমতি নিয়েছেন বলে সাংবাদিকদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে সংযোগটি বিচ্ছিন্ন করেন। 


নানা অনিয়মে অভিযুক্ত জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম রকিব উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি মুকসুদপুর ইউএনও অফিসে যাওয়ার দোহাই দিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান।


মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা এবিষয়ে কোন বক্তব্য না দিয়ে ইউএনওর সাথে যোগাযোগ করতে বলেন।


মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, এখনই আইনগত ব্যবস্থা নিবো।


গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, সরকারি জায়গায় আমার নাম ভাঙিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ আপনার কাছে থেকে জানতে পেরেছি। এ ধরনের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এদিকে বিষয়টি জানাজানি হলে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা সে স্থানে গিয়ে নির্মাণাধীন মার্কেটের ওপরের সারির কিছু অংশ ভেঙে সেখান থেকে ফিরে যান।