সোনারগাঁয়ে বক্স কালভাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি খোকা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪১ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেগুলেটর ও বক্স কালভাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার সংলগ্ন খালে এ কাজের উদ্বোধন করেন।
রেগুলেটর ও বক্স কালভাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, প্রকৌশলী আরজুরুল হক, আব্দুল জব্বার, না: গঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সাংস্কৃতিক সম্পাদক হাজ্বী মোক্তার হোসেন, নাঃ গঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, হারুন মেম্বারসহ এলাকার জনসাধারণ।
পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এ কাজে বাস্তবায়নে রয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত দুই কোটি ছিয়াশি লক্ষ টাকায় এ কাজ সম্পূর্ণ হবে।
আরএক্স/