হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল এক জনের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫১ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩


হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল এক জনের
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৪৭) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।


বুধবার (১ মার্চ)  দিবাগত রাত ১টার দিকে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত ব্যক্তি উপজেলা ফতেয়াবাদ রেল গেট এলাকার নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। 


হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, নিহত ব্যক্তি চারিয়া ইজতেমা মাঠের পাশে ড্রাম ট্রাক দিয়ে বালু ফেলানোর সময় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে স্পর্শ হওয়ায় চালক সিটে আটকা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। পরে, তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।