টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ৪ঠা মার্চ ২০২৩


টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন
গুদামে আগুন

গাজীপুরের  টঙ্গীতে ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। শুক্রবার (৩ মার্চ) সকাল পৌনে দশটার দিকে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আগুন নেভাতে গিয়ে কারখানাটির দুইজন সহকারী জহির ও শামীম আহত হন।


টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান বলেন, সকালে  সাতাইশ দক্ষিন পাড়া এলাকায় একটি আসভাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর জানায়।


পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 


বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ঘটনায় দুই জন  হতাহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। তবে আগুনে পুড়ে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি জানিয়েছেন কারখানা মালিক এমএ.হানিফ । এখন ডাম্পিং এর কাজ চলছে।


কারখানা মালিক এম এ হানিফ বলেন,আমার কারখানা  প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় উৎপাদনের পাশাপাশি উৎপাদিত আসভাবপত্র তৈরী শেষে পাশের একটি গুদাম ঘরে মজুদ করা হতো ।আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কারখানায় দুইজন সহযোগী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


আরএক্স/