বঙ্গবন্ধুর সমাধিতে জনসাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩


বঙ্গবন্ধুর সমাধিতে জনসাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (২০২৩--২০২৪) -এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।


সমিতির নবনির্বাচিত সভাপতি বেগম ফতে জামিমা বিনতে ইসলাম ও সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমানের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ শনিবার (৪ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


এসময় সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রেজ্জাক, মো.বাদশা মিয়া, এইচ এম শাহীন, মো.শামীম আনোয়ার, মো.ফারুক আহম্মেদ, মো. মাহবুব আফসার, মো.শাহীনুল হক, মো আব্দুর রসিদ, মো.ছানোয়ার মোর্শেদ, মো.সোহেল রানা, আব্দুর রফ সরকার, মো. নায়েব আলী খান, মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস, সুব্রত বড়ুয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আকবর আলী, মো.দবিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো.সাহাদত হোসেন। সহ-সাংগঠনিক সম্পাদক বেগম তাসলিমা আক্তার, মো.আনিছুর রহমান (জুনিয়র)। অর্থ সম্পাদক মো.আনিছুর রহমান (সিনিয়র)। সহ অর্থ-সম্পাদক মো. সুমন আহমেদ, শাহিন আলম, মো. মোমিন আলী, আরিফুল হক, মো. আলী হোসেন, মো.খোকন রানা, মো. আব্দুর রহমান, মো.আল আমিন, মো.শফিউল আজম, আব্দুর রহমান শেখ রেহান, পূর্ণেন্দ চাকমা। দপ্তর সম্পাদক মো.মামুনুর রশিদ, তথ্য ও প্রচার সম্পাদক মো.শাহীন আলম। সহ-দপ্তর সম্পাদক মো.ফয়সাল আহমেদ। সমাজ কল্যাণ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জীবন আহম্মেদ। চাকুরি বিষয়ক সম্পাদক বেগম মোস্তারী বেগম। নির্বাহী সদস্য মোছাঃ রোমানা খানম, মো.তারেক হাসান, মো.কাবুল খান, মো.সাইদুল ইসলাম খান, মো.শাহীন আলম, মো.আব্দুল মালেক, রুশো খীসা প্রমূখ উপস্থিত ছিলেন। 


পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত সমিতির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও সমাধিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।