দোকানপাটে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৩


দোকানপাটে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ
ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

লালমনিরহাটে বিএনপির আগুন সন্ত্রাস,বাড়ীঘর ভাঙ্গচুর,লুটপাট ও দোকানপাটে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।


শনিবার (৪ মার্চ) বিকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে ১৮ জন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও লালমনিরহাট-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।


চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মতিয়ার রহমান,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল,উপ প্রচার সম্পাদক মেহেদী হাসান, জেলা পরিষদের প্রকৌশলী আব্দুল কাদের, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।