শালবনে আগুন, নজর নেই বনবিভাগের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৩


শালবনে আগুন, নজর নেই বনবিভাগের
শালবন

গাজীপুরের শ্রীপুরে সিমলাপাড়া এলাকায় সংরক্ষিত বনে প্রতিনিয়ত আগুন জ্বলছে । আগুন লাগার স্থান থেকে স্থানীয় বিট অফিসের দূরত্ব মাত্র ৫০গজ। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (৩ মার্চ) সারাদিন ধরে আগুন জ্বললেও বন বিভাগের কোন কর্মকর্তাদের সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় বিট কর্মকর্তা শামসুজ্জামানকে ফোন করলে তিনি আগুন নেভানোর মতো লোক আমাদের নেই বলে দায় এড়িয়ে যান। 


চারদিকে ছোট ছোট টিলায় সবুজ গাছপালাসমৃদ্ধ শাল-গজারির বিখ্যাত জেলা গাজীপুর। টিলাবেষ্টিত শালবাগানই যুগের পর যুগ গাজীপুরের ভাওয়ালের অস্তিত্ব ধরে রেখেছে। হাজারো উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে শাল-গজারিগাছ। কিন্তু প্রতিবছর শীতের শেষে বসন্তের লগ্নে রহস্যময় আগুনে শাল-গজারিগাছ, বিভিন্ন প্রজাতির চারা ও বনের নানা ধরনের প্রাণী, পোকামাকড় পুড়ে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে । আগুন নিয়ন্ত্রনে বন বিভাগ সচেতনতায় সভা সেমিনার করলেও আগুনের লাগাম টানতে পারেনি এবারও। 


বন বিভাগের তথ্য মতে, প্রায় ৬৫ হাজার একর বনভূমি রয়েছে গাজীপুরে। জেলার মধ্যে ভাওয়াল, শ্রীপুর, কালিয়াকৈর, কাঁচিঘাটা, রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের মাধ্যমে এসব বনভূমির নিয়ন্ত্রিত হচ্ছে। শিল্পায়ন, বন উপড়ে বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের কারণে গাজীপুরের বনাঞ্চল এমনিতেই হুমকির মধ্যে রয়েছে কয়েক দশক ধরে। বন বিভাগের নজরদারির অভাবে বেপরোয়া এখন স্থানীয় বন দোস্যুরাও।


শীতের শেষে শালগাছের পাতা ঝরে যায়। বসন্তের শুরুতে  প্রকৃতি জেগে ওঠার সময় বনে আগুনের যুদ্ধ শুরু হয় । এ যুদ্ধে বড় গাছগুলো কোনোমতে টিকে থাকলেও মাটি ফেটে তেড়ে উঠা ছোট হাজারো উদ্ভিদ ও কান্ড থেকে গজানো শালগাছ পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে জীববৈচিত্র ও নানা প্রাণ। সাথে বাতাসে কার্বনের পরিমানও বেড়ে যাচ্ছে। 


স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বনে যখন নতুন শাখা বের হয়, তখনই বন উজাড় করে তা দখলের জন্য রাতের আঁধারে আগুন দেয় একটি চক্র। তাদের উদ্দেশ্য, বনের গাছপালা পুড়ে বন পরিষ্কার করে তা দখলে নেওয়া। এছাড়াও এ আগুনের ফলে চুরি হওয়া গাছের মূলও পুড়ে ফেলা। স্থানীয় ভাষায় একে বলা হয় বন পরিস্কার করা। 


বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান বলেন, অসাধু এ চক্র বনের ভেতর আগুন দিয়ে প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে। এতে বনের ভেতর থাকা হাজারো প্রাণীদের বসতের স্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে।  কীটপতঙ্গ, বন্য প্রাণী ও পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভাওয়াল বনের ইতিহাসের সঙ্গে মিশে থাকা কিছু বিচিত্র লতাগুল্ম নিশ্চিহ্ন হয়ে যায় এ ধরনের আগুনে। এছাড়াও আমাদের বাতাসে কার্বনের পরিমানও বেড়ে যাচ্ছে। 


গাজীপুরের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ  ইকবাল সিদ্দিকী বলেন, শালবনে আগুন দেওয়ার প্রধান কারণ হচ্ছে একটি চক্র শাল-গজারি গাছ পুড়িয়ে দিয়ে বনভূমি দখল করতে চায়। শালগাছ কখনো চারা থেকে হয় না। গাছের কান্ড ও মূল থেকেই এর জন্ম। আগুনের কারণে নতুন করে শালগাছ জন্মাতে পারে না। প্রকৃতি বন্ধু হিসেবে পরিচিত এ শাল গাছ রক্ষার্থে সবার এগিয়ে আসা প্রয়োজন। এছাড়াও বনের ভেতর এমন আগুনের দায়ও বন বিভাগ কোনমতে এড়িয়ে যেতে পারে না। 


এ বিষয়ে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরম্নল করিম বলেন, বনে আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের সধ্যে ব্যপক সচেতনতা প্রয়োজন। আমাদের জনবল সংকটে নানা সীমাবদ্ধতা রয়েছে। এর পরও আমরা বনের আগুনের সাথে জড়িতদের খুঁজে বের করে মামলা সহ আইনগত ব্যবস্থা নিচ্ছি।