ভবনে বিস্ফোরণে আহতরা বার্ন ইউনিটে ভর্তি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ভবনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় ও বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার (৫ মার্চ) ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার কিছুক্ষণ পরপরই একে একে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সাতজন আহতের মধ্যে একজন নারী আছে বলে জানা গেছে।
এছাড়া বার্ন ইনস্টিটিউটেও পাঁচ জন দগ্ধ চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি।
এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।