আমরা সবাই একসঙ্গে হলে অবশ্যই জয়ী হব: শুভ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের অভিনেতারা একে অন্যের ছবিতে কাজ করবেন কিনা, বা দেশীয় চলচ্চিত্রে ইউনিভার্স তৈরি হলে কেমন হবে?
এমন প্রশ্নের উত্তরে আরিফিন শুভ জানান একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। তিনি বললেন, ২০১৬ সালে ‘আয়নাবাজি’ মুক্তি পেয়েছিল। সে সময় হঠাৎ অমিতাভ রেজা আমাকে বললেন, একটি দৃশ্য আছে, করে দিয়ে যা। তবে মুক্তির আগে কাউকে জানানো যাবে না বলে শর্ত জুড়ে দিলেন তিনি। আমি বললাম, ঠিক আছে।
শুভ আরও বলেন, আমার সঙ্গে তখন কিন্তু কোনো সাইনিংও হয়নি। আমি গেরিলা স্টাইলে পুরান ঢাকায় গিয়ে সারা দিন শুটিং করে দৃশ্যটি শেষ করলাম। ছবিটি মুক্তি পাওয়ার পর সবাই জানতে পারল, আয়নাবাজির একটি দৃশ্যে আরিফিন শুভ আছে।
এই অভিনেতা জানান, আমি মনে করি, অভিনেতাদের একে অন্যের ছবিতে একসঙ্গে কাজ করার প্রয়োজন আছে। কিন্তু আমাদের দেশে কয়জন আছেন এই বিষয়টা বোঝার মত, সেটাও একটা প্রশ্ন। কারণ, কথায় আছে- দশের লাঠি একের বোঝা। আমরা সবাই একসঙ্গে হলে জয়ী হব, আলাদা আলাদা হলে হারিয়ে যাব। তবে অবশ্যই সেটা হওয়া উচিত।