পূর্ণিমাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছেন শাবনূর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৩৮ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
সম্প্রতি সপরিবারে অস্ট্রেলিয়ায় ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ভ্রমণের শুরুর দিন থেকেই আরেক চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিলো তার।
এদিকে, পূর্ণিমার অস্ট্রেলিয়া যাওয়ার খবর শুনে শাবনূরও তাকে নাকিহারিকেন জ্বালিয়ে খুঁজছিলেন। অতঃপর দুই নায়িকা দেখা করেন, আড্ডায় মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে নেটিজেনদেরও নিজেদের আড্ডায় শামিল করেন তারা।
শাবনূর বলেন, ‘পূর্ণিমার অস্ট্রেলিয়া আসার খবর শুনে আমি খুব খুশি হয়েছি। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি।’ তিনি আরও,‘আমাদের সম্পর্কে মানুষের বাজে ধারণা আছে। সবাই মনে করে, আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক।’
তার কথার সূত্র ধরে ওই সময় পূর্ণিমা বলেন, ‘আসলে আমাদের মধ্যে ফুলে-ফুলে সম্পর্ক। শাবনূর আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমরা তাকে (শাবনূর) দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের অভিনয়ের ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে পড়ে।’