কলকাতার ওয়েভ সিরিজে নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৪১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
চলতি মাসের প্রথম দিন বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। রনি রশীদ খানের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ভেঙে গেছে তার। এদিকে এ খবরের রেশ কাটতে না কাটতেই নতুন খবর দিলেন তিনি।
কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’তে দেখা যাবে তাকে। জনপ্রিয় সিনেমা ‘প্রলয়’র সিক্যুয়েল তৈরি হচ্ছে। যা ওয়েব সিরিজ আকারে নির্মাণ করছেন রাজ চক্রবর্তী।
আর তাতেই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। পর্দাতেও থাকবেন তিনি। সিরিজটির নাম ‘আবার প্রলয়’। জানা গেছে, ইতোমধ্যে নুসরাত ফারিয়া এই আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন।
এর কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বাবা যাদব। ‘আবার প্রলয়’র মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তার চরিত্রের নাম অনিমেষ দত্ত। এর গল্প সুন্দরবনের নারী পাচার চক্র নিয়ে। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জি-ফাইভে।