গাজীপুরে বিপুল পরিমাণ জুয়েলারি, শার্ট, থ্রিপিচসহ গ্রেফতার ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৫ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমাণ জুয়েলারি ,সামগ্রী ভারতীয় শাড়ি, শার্ট, ওড়না থ্রি পিসসহ ১ জনকে গ্রেফতার করেছে।
ঘটনার বিবরনে জানাযায়, শনিবার (৪ মার্চ) বিকালে গোয়েন্দা বিভাগ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে, সদর থানাধীন দেশি পাড়া, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ পাশে রেল লাইনের উত্তর পাশে থাকা জায়গায় অভিযান পরিচালনা করেন।
ট্রেনযোগে চোরা চালানোর মাধ্যমে শুল্ক বা কর ফাঁকি দিয়ে গাজীপুরে নিয়ে আসা বিপুল পরিমাণ জুয়েলারি, সামগ্রী ভারতীয় শাড়ি, শার্ট ওরনা, থ্রি পিস,সহ আসামি মহম্মদ মুবারক আলী(২৯) পিতা মো. ইমদাদুল হক, মাতা ফরিদা বেগম, কালিবাড়ি, মহেশপুর, ২ নং আখানগর ইউনিয়ন, থানা সদর, জেলা ঠাকুরগাঁও, কে গ্রেপ্তার করা হয়।
আসামির হেফাজত হতে, ৭৫০ পিস শার্ট, থ্রি পিস ৩৮৮ পিস, বিভিন্ন কালারের শাড়ি ৮ পিস, ওড়না ৪৪ পিস, বিভিন্ন সাইজের চুড়ি ৬০৫৬ জোড়া, বিভিন্ন সাইজের নেকলেস, ২৬৩৭ পিস, মাথার টিকলি, ৪৭৩ পিস, পায়ের নুপুর ৩৫পিস, নাকফুল ৮০ প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটে ৫০ টি করিয়া মোট চার হাজার পিস, আংটি ৭৬১ পিস, লোশন ৬টি, কালো রঙের কেবলস ১০ পিস, মেশিনারি পার্টস ১০টি, উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায়, ৮৫,৭৯,৭০০টাকা। এ ঘটনায় উল্লেখিত আসামিসহ অজ্ঞাতনামা আরো চারজনকে বিবাদী করিয়া সদর থানায় মামলা-রুজু প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উপ-কমিশনার গোয়েন্দা বিভাগ (দক্ষিণ) ইব্রাহিম খান, পিপিএম সাংবাদিকদের জানান, সামনে রমজানকে উদ্দেশ্য করেই চোরাচালানের এ ব্যবসা কার্যক্রম করছে অসাধু ব্যবসায়ীগণ। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। জিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে এ অভিযান অব্যাহত থাকবে।
আরএক্স/