ফুলবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১০


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৬ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


ফুলবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১০
ফাইল্ল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার কৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ৫ জনের মধ্যে ৫ বছরের সাজাপ্রাপ্ত আন্ধারিয়া পাড়া গ্রামের আবুল কালাম। এছাড়াও একই গ্রামের খোরশেদ আলী, দবির উদ্দিন, শফিকুল ইসলাম ও আ. সালামসহ প্রত্যেকের ৬ মাসের সাজা রয়েছে। 


এছাড়াও উপজেলার এনায়েতপুর ইউনিয়ন থেকে ৬২ পিস ই্য়াবাসহ দারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার ওয়ারেন্টসহ অন্যান্য মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করেছে।


রবিবার (৫ মার্চ) সকালে গত ২৪ ঘন্টার অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে ময়মনসিংহ আদালতে প্রেরন করেছেন।


ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমাদের জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নির্দেশে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।