অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমানের পুত্র


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৩


অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমানের পুত্র
বাবার সঙ্গে এ আর আমিন

অপল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন।  বৃহস্পতিবার (২ মার্চ) শুটিং সেটে ঝাড়বাতি  বলে জানিয়েছেন এ আর আমিন নিজেই।


সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ আর আমিন বলেন, ‘সর্বশক্তিময় সৃষ্টিকর্তা, আমার বাবা-মা, পরিবার ও আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ। আমি বেঁচে আছি এবং এখন নিরাপদে আছি।’


ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ‘তিন রাত আগে আমি একটি গানের শুটিং করছিলাম। সেখানে ইঞ্জিনিয়ারিং টিমের ওপর পুরো ভরসা করে শট দিচ্ছিলাম। আমি মঞ্চের ঠিক মাঝে দাঁড়ানো ছিলাম। আর আমার মাথার ওপরে ক্রেন দিয়ে ঝুলানো ছিল ঝাড়বাতি।।’


এ আর আমিন  বলেন,  কিন্তু আকস্মিকভাবে ক্রেন থেকে সেসব ঝাড়বাড়ি ছিঁড়ে পড়ে যায়। কয়েক সেকেন্ড আগে আমি যদি কয়েক ইঞ্চি এদিক-সেদিক হয়ে দাঁড়ানো থাকতাম, তবে সব ঝাড়বাতি আমার মাথার ওপরে পড়তো। আমি এবং আমার পুরো টিম হতভম্ব হয়ে পড়েছি।’


২০১৫ সালে তামিল ভাষার ‘ও কাড়াল কানমানি’ সিনেমায় প্লেব্যাক করেন এ আর আমিন। ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’ শিরোনামের গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আমিন। এরপর এ আর রহমানের সুরে ‘দিল বেচারা’ সিনেমার ‘নেবার সে গুডবাই’ গানটিতে কণ্ঠ দেন তিনি।