নির্মাতারা ভাবছেন সে কারণে হয়তো অভিনয় ছেড়ে দিয়েছি: মিম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৩


নির্মাতারা ভাবছেন সে কারণে হয়তো অভিনয় ছেড়ে দিয়েছি: মিম
মিম মানতাশা

টেলিভিশন অভিনেত্রী মিম মানতাশা। ২০১৮ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। এর মাঝে অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন। তবে অনেকেরই ধারণা বিয়ের পরেই হয়ত, অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি বিষয়টি খোলাসা করেছেন মিম।


জানা গেছে, গত ২০২১ সালের ১২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক ফাইরুজকে বিয়ে করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন অভিনেত্রীর স্বামী। তবে বিয়ের পর অভিনেত্রী অভিনয় ছেড়ে দিয়েছেন বলে মনে করেন শোবিজের অনেকেই। 


এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, বর্তমানে দেশে অনেক মেধাবী নির্মাতা রয়েছেন। যেহেতু আমি মাঝে অভিনয়ে কিছুটা বিরতি দিয়েছিলাম এবং বিয়েও করে ফেলি। সে কারণে, হয়ত তারা ভেবেই বসেছেন বিয়েটা করে আমি বোধ হয় অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমার বাবা-মা কিংবা ফাইরুজ কেউই আমার অভিনয় নিয়ে কখনই না করেননি। আসলে আমার সম্পর্কে কিছু ভুল ধারণা রয়ে গেছে।


মিম আরও বলেন, আমার স্বামী ফাইরুজ এখন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে পিএইচডি করছে। ছুটিতে এসে আবার চলে যায়। তাই সেভাবে এখনও সংসারটাও শুরু করিনি আমরা। কিন্তু সে দেশে এলেই আমরা প্রচুর ছবি তুলি এবং সেগুলো ফেসবুকে শেয়ার করি। যে কারণে হয়তো অনেকে মনে করেন, আমি বোধহয় সংসারে খুব ব্যস্ত। আর তাই অভিনয় করছি না।


অভিনয় কারার ইচ্ছে পোষণ করে তিনি বলেন, তবে এখন ভালো কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ করতে চাই আমি। ইতোমধ্যে বেশকিছু নাটক করেছি এবং সেগুলোর ভালো রেসপন্সও পেয়েছি। আর দর্শকদের সেই ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। সেই উৎসাহ থেকেই আগামী দিনগুলোতে কাজ করে যেতে চাই।


মিম আরও বলেন, এই প্লাটফর্মটি মূলত একজন সাধারণ মানুষ থেকে অন্য মানুষে পরিণত করতে সহায়তা করে। যদিও আমি হয়ত এখনও তারকা হতে পারিনি। কিন্তু যে সুযোগটা আমি পেয়েছি, সেটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলেই মনে করই।