অত্যাচারে বাড়ি ছাড়লেন কাঁচা বাদামের সেই ভুবন বাদ্যকর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৩
‘কাঁচা বাদাম’ গানটি খ্যাতি এনে দিয়েছে গায়ক ভুবন বাদ্যকরকে। তার আর্থিক অবস্থারও পরিবর্তন হয়। আর তা দিয়ে নিজের একটি বাড়ির কাজ শুরু করেন। যদিও এখনও তা শেষ করতে পারেননি। কিন্তু তার আগেই সেই বাড়ি ছাড়তে হলো তাকে।
ভাইরাল এই গায়কের অভিযোগ, তার ‘কাঁচা বাদাম’ গানটির কপিরাইট চুরি হয়ে গেছে। ফলে তার আয়-রোজগারও কমে গেছে। এর মাঝে ‘চাঁদাবাজি’-এর অত্যাচারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ভুবন বাদ্যকর। এ যেন ষোলআনাই খ্যাতির বিড়ম্বনা!
ভারতের গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে অনেক টাকা আছে ভেবে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে টাকা চাইতে। কেউ মেলার নামে টাকা চাইছে, কারো ছেলের শরীর খারাপ, কারো মেয়ের বিয়ে তাই টাকা চাই। তা-ও ১০০-২০০ নয়, হাজার হাজার টাকা।’
চাহিদা মতো চাঁদা না দিলে ভুবন বাধ্যকরকে হুমকি দেওয়া হচ্ছে। তা জানিয়ে ভুবন বাদ্যকর জানান, ‘আমার গানের কপিরাইট আছে। কিন্তু টাকা পাই না। আবার যেখানে সেখানে গান আর গাইতেও পারি না। কিন্ত গ্রামের লোকের ধারণা, গান গেয়ে প্রচুর টাকা উপার্জন করেছি। তাই যেকোনো কাজে তাদের চাহিদা মতো টাকা দিতে হবে।’
ভুবন বলেন, ‘শুধু গ্রাম নয়, আশেপাশের নানা ক্লাব, নানা সংগঠন টাকা না দিলে হুমকি দিচ্ছে। কিন্তু গান ছাড়া আমি বেকার। কোথা থেকে টাকা দেব। বাধ্য হয়ে সপরিবারে দুবরাজপুরে ভাড়া বাড়ি নিয়ে আছি। দুবরাজপুর পাকুড়তলার ভাড়া বাড়ি আমার এখন ঠিকানা।’