সখীপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাইফুল বারী
প্রকাশ: ০৮:১৪ পূর্বাহ্ন, ৭ই মার্চ ২০২৩
টাঙ্গাইলের সখীপুরে বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩নং গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেনের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন সখীপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, ইউপি সদস্য মো. সুরুজ মিয়া, মহিলা ইউপি সদস্য মোসা. আর্জিনা আক্তার ও বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।