বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় আলিয়া ভাট
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৩
কয়েক দি আগে মা হয়েছেন। সংসার, মেয়ে সামলে অল্প অল্প করে কাজেও ফিরেছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার একেবারে হ্যাপি হ্য়াপি ফিলিং। তবে এতো কিছুর মাঝে আলিয়ার মুকুটে যোগ হলো নতুন পালক।
প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, যারা আন্তর্জাতিক মঞ্চ জয় করছেন, তাদের পিছনে ফেলে আন্তর্জাতিক ক্ষেত্রে ২০২৩ সালের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় নাম লেখালেন আলিয়া ভাট।
সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিন এক তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি।
ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল দারুণ চমৎকারভাবে শুরু করেন আলিয়া। ‘গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ দিয়ে বছর শুরু করেন তিনি। স্বামী রণবীর কাপুরের সঙ্গেও দেখা গেছে তাকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়।
ইতোমধ্যেএকটি কন্যাসন্তানকেও স্বাগত জানিয়েছেন এই তারকা জুটি। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’-এ গ্যাল গ্যাডটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এভাবে বলিউডকে অসাধারণ উপহার দিচ্ছেন এ নায়িকা।
এদিকে প্রভাবশালী নারীর তালিকায় মিলি অ্যালকুক, এমিলি কেরির মতো হলিউড তারকাদেরও নাম উঠে এসেছে।