বাবার সহযোগিতায় পছন্দের তরুণীকে নিয়ে পালাল যুবক!
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বাবার সহযোগিতায় পছন্দের তরুণীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওয়াদুদ আলী (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (৬ মার্চ) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়াদুদ আলী বালি গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে। এ ঘটনায় নিখোঁজ তরুণীর ভাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সোমবার সকালে ওই তরুণী কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুল লতিফ মাষ্টারের সহযোগিতায় তার ছেলে তরুণীকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।
এর আগে ওয়াদুদ আলী ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই তরুণী তার প্রস্তাবে সাড়া দেয়নি। প্রেমের ডাকে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই তরুণীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ‘মেয়ের পরিবার থানায় অভিযোগ করেছে। পুলিশ অপহৃত তরুণীকে উদ্ধারে চেষ্টা করছে।’