মানুষের আহাজারিতে ভারী গুলিস্তান ও ঢাকা মেডিকেলের পরিবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩০ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
যে যেভাবে পারছে সেভাবে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ, মো. শাহজাহান শিকদারসহ একাধিক কর্মকর্তারা জানান, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
তারা আরও জানান, বিস্ফোরণ কারণ এখন পর্যন্ত আমরা বলতে পারছি না।