গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৩


গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। তাদের মধ্যে ২ জন নারী এবং ১৩ পুরুষ। আহত হয়েছেন অনেকে।


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।


এদিকে বিকেল ৬ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ও একাধিক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ভবন থেকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।


স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।