গুলিস্তানে বিস্ফোরণ

হতাহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে: ডিসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৩ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩


হতাহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে: ডিসি
সংবাদ সম্মেলনে কথা বলেছেন ঢাকার জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ মমিনুর রহমান। ছবি: জনবাণী

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি)। 


মঙ্গলবার (৭ মার্চ) রাতে ডিসি মোহাম্মদ মমিনুর রহমান নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং তুলনামূলক কম আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা দেবেন। 


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ খুলেছে জেলা প্রশাসন। বুথে বসেই ডিসি জানান, বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেয়া হবে।


তিনি আরও বলেন, এখান থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং সামান্য আহতদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে।


এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।