অভিনেতা অরিজিৎ আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:২৬ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩
না ফেরার দেশে পাড়ি জমালেন ‘রানি রাসমণি’ সিরিয়ালের অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতার আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর।
কলকাতার বাংলা টেলিভিশন অভিনয়ের পাশাপাশি নাট্য জগতেও বেশ সক্রিয় ছিলেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রি তোতা নামেও বেশ পরিচিত ছিলেন তিনি।
মঙ্গলবার (৭ মার্চ) যখন মানুষ দোল উৎসবে মেতেছিলেন তখনই তার মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসে।
জানা যায়, গত সোমবার (৬ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অরিজিৎ। সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
‘করুণাময়ী রানী রাসমণি’ ছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, ‘ত্রিশূল’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বহু নাটকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিনেতার এই অকাল প্রয়াণে শোকাতুর টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা।