জাতীয় শিশু চর্মরোগের উপরে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৫ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৩


জাতীয় শিশু চর্মরোগের উপরে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় শিশু চর্মরোগের উপরে দিনব্যাপী সম্মেলন

বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজী আয়োজিত প্রথম জাতীয় শিশু চর্মরোগের উপরে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল হতে পাঁচ শতাধিক চর্মরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহন করেন। ভারত হতে ৩ জন ও সিঙ্গাপুর হতে ২ জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চর্মরোগ বিশেষজ্ঞ এই সম্মেলনের সাইন্টিফিক অধিবেশনে স্পিকার হিসেবে অংশগ্রহন করে সম্মেলনকে সমৃদ্ধ করেন।


সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজীর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য চিকিৎসক নেতা ডা. মোস্তোফা জালাল মহীউদ্দিন।


বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ একাডিমি অব ডার্মাটোলজী এর সাধারন সম্পাদক ডা. সাইফুল ইসলাম ভুইয়া।


সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনে দেশি বিদেশি বিশেষজ্ঞগণ শিশু চর্মরোগ বিষয়ে বেশ কয়েকটি গবেষণা পত্র উপস্থাপন করেন যেখানে দিন ব্যাপী শিশু চর্মরোগের বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং অনেক বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়, যার মাধ্যমে আগামী দিনে বংলাদেশে মেডিকেল সাইন্সে শিশু চর্মরোগের উপরে স্বতন্ত্র বিভাগ হিসেবে কোর্স চালু করার ব্যপারে সকলেই ঐক্যমত পোষণ করেন।


লক্ষ লক্ষ শিশু চর্মরোগীদের যথাযথ ভাবে রোগ নির্ণয় ও এর সঠিক চিকিৎসা প্রদানের জন্যে শিশু চর্মরোগের একটি স্বতন্ত্র বিভাগ চালু করা খুবই প্রয়োজন বলে বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেন।দিনব্যাপী বিভিন্ন আলোচনায় আমাদের দেশের ক্রমবর্ধমান শিশু চর্মরোগের বিভিন্ন ধরন নির্নয়ের জন্য, এ ব্যপারে উপাত্ত সংগ্রহ, স্বল্পমূল্যে তার রোগ নির্ণয় এবং স্বল্প মুল্যে যথাযথ কার্যকরী চিকিৎসা প্রদানের বযাবস্থার উপর জোড় দেয়া হয়। 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সর্বদাই চিকিৎসা বিজ্ঞানে গবেষণার ব্যপারে গুরুত্বারোপ করে আসছেন। শিশু চর্মরোগের বিষয়ে গবেষণা বাংলাদেশে উপেক্ষিত একটি বিষয়। তবে এ বিষয়ে গবেষনার মাধ্যমে নতুন নতুন তথ্য এবং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা সম্ভব এবং এ ব্যপারে উপাত্ত সংগ্রহ করে পর্যালোচনার মাধ্যমে নতুন কার্যকরী ও কল্যানধর্মী চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা ও তা প্রণয়নের ব্যপারে পদক্ষেপ গ্রহণ করা যাবে বলে সম্মেলনে বক্তাগণ অভিমত ব্যাক্ত করেন।