গুলিস্তানে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৩


গুলিস্তানে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মো. মুসা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।


বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুসার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালি দগ্ধ ছিল।


এরা  শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন দুজনকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। বিস্ফোরণে আহত ১০  রোগী বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে। 


বুধবার দুপুরে ১০ জনের কেউ-ই শঙ্কামুক্ত নয় জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে।


মঙ্গলবার (৭ মার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।


ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।