গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যু মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৩


গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যু মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।


মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।


এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আজ (বুধবার) একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে। তদন্তে তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় নাশকতা বা বিস্ফোরণ ঘটানো হয়েছে তাহলে অন্য মামলা দায়ের করা হবে।


প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকেল ৪টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।