রাজ্যকে নিয়ে নতুন যে বার্তা দিলেন পরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩
ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। মাঝে মধ্যেই নিজের সামাকিকমাধ্যমের হ্যান্ডেলে সন্তানকে নিয়ে বেশ সরব থাকেন এই তারকা দম্পতি।
সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন রাজ-পরী। এর ধারাবাহিকতায় বুধবার (৮ মার্চ) রাতে পরী তার সামাজিকমাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেন।
ছবিতে দেখা গেছে পরী তার সন্তান রাজ্যকে নিয়ে ঘুমিয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘যাকে ভালোবাসেন তার পাশে ঘুমালে আপনি দ্রুত ঘুমিয়ে পড়বেন, বিষন্নতা কমে যাবে। এবং আপনাকে আরও বেশি দিন বাঁচতে সাহায্য করবে।’
এর আগে গত মাসেই সন্তানের ছয় মাস পূর্তি উপলক্ষে ঘরোয়া আয়োজনেই ছেলের বিশেষ দিনটি উদযাপন করেছেন রাজ্যর বাবা-মা। রাজের তোলা ওই মুহূর্তের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তারা।