শ্রীনগরে ১৪তম রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩
শ্রীনগরে ১৪তম রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কাপ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব-মুন্সীয়া খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগন দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আনিছুর রহমান আনিস, কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুবায়ের আল বাকী হিলারীসহ অনেকে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পূর্ব মুন্সীয়া একাদশ বনাম কাজলপুর একাদশ।