অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা লুট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৩


অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা লুট
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে টাকা রাখতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে টাকা লুট করা হয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।


জানা যায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।


ঘটনা সম্পর্কে তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, গাড়িটি ট্রাকিংয়ের চেষ্টা চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে।