কেমন নারীকে বিয়ে করা উচিত, জানালেন সাইফ আলি খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৩
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা। দু’জনের বয়সের তফাত ১০ বছরের। সাইফের জন্ম ১৯৭০ সালে আগস্টে, কারিনার ‘৮০ সালের সেপ্টেম্বরে।
বয়সের এতখানি তফাতই নাকি সম্পর্কের জাদু ধরে রাখে, মত সাইফের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিতভরে হেসে অভিনেতা জানান, প্রত্যেক পুরুষেরই উচিত বয়সে বেশ খানিকটা ছোট, সুন্দরী নারীকে বিয়ে করা। সাইফ এরপরই উদাহরণ দেন নিজের দাম্পত্যের।
তিনি জানান, কারিনাকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে ভাল ব্যাপার। সাইফ বলেন, 'ছেলেরা একটু দেরিতে পরিণত হয়, মেয়েরা তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে যায়।'
অভিনেতা এর আগে বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। সেই সম্পর্ক ভেঙে যায়। ২০০৮ সালে ‘তাশান’ ছবির সেটে প্রেমে পড়েন সাইফ-কারিনা। বিয়ে করেন দু’বছর পরে।
তাদের প্রথম সন্তান তৈমুর পৃথিবীর আলো দেখে ২০১৬ সালে। ২০২১ সালে জন্ম হয় জাহাঙ্গীরের। কারিনার সঙ্গে বিয়ে হওয়া প্রসঙ্গে সাইফ বলেন, 'আমার জীবনে ঘটা সবচেয়ে ভাল ঘটনা এটি।'
জেবি/এসবি