ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তুরাগে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৩ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৩


ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় তুরাগে মামলা
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি দায়ের করেন।


বিষয়টি নিশ্চিত করে ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুল হাসান। তিনি বলেন, ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।


এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।


এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যেই ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয় সাতজনকে।