সুলতান’স ডাইন ইস্যু: যা বললেন ওমর সানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪২ এএম, ১১ই মার্চ ২০২৩

ঢালিউডের নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। সবাই যখন সুলতান’স ডাইন নিয়ে কথা বলছেন। তখন বাদ যাননি এই চিত্রনায়কও।
তিনি লিখেছেন, সুলতান ডাইন,একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোন পরিচয় নেই আমি কখনো যাই নি। কিন্তু তাদের খাবার খেয়েছি।
তিনি আরও লিখেছেন, এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারেনা। আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান ডাইন।
এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারো সাপোর্ট করবো না সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।
প্রসঙ্গত, সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।