ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ২৭

এ ছাড়াও জিআর গ্রেফতারী পরোয়ানায় ১৫ জন আসামী এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ১ জন আসামীকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার (০৯ মার্চ)সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর মধ্যে রয়েছে, পুলিশ কনস্টেবল সাদ্দাম হত্যা মামলায় জড়িত আসামী মো: ফরিদ।
বিজ্ঞাপন
এ ছাড়াও জিআর গ্রেফতারী পরোয়ানায় ১৫ জন আসামী এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ১ জন আসামীকে গ্রেফতার করে। কোতোয়ালী ও শহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহামেদ ভূলের নির্দেশে ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।
বিজ্ঞাপন
এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালী মডেল থানা পুলিশ কঠোর ভাবে নজরদারি করছে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।