জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৪ এএম, ১৩ই মার্চ ২০২৩


জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাতীয় সাংবাদিক সংস্থা

"সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী এবং জলঢাকা উপজেলার আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে। 


রবিবার (১২ মার্চ) দুপুরে রেলী শেষে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলমগীর গনি। 


নীলফামারী জেলা জাতিয় সাংবাদিক সংস্থার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, প্রেসক্লাব একাংশের সভাপতি আজিজুল ইসলাম বুলু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও সম্পাদকগণ প্রমুখ।


আরএক্স/