রাজকে নিয়ে নতুন যে বার্তা দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৩
ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বরাবরই সামাজিকমাধ্যমের হ্যান্ডেলে বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই দেখা যায় স্বামী শরিফুল রাজ ওপুত্রের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
সোমবার (১৩ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফের রাজের একটি ছবি দিয়ে নতুন পোস্ট দিয়েছেন পরী।
সেই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।'
ওই ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেক বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালবাসেন রাজ।
তবে পোস্টের কমেন্টস বক্স রেস্ট্রিক্টেড করে দিয়েছেন পরী। যে যাই চাইলেই ওই পোস্টে মন্তব্য করতে পারবেন না। ইতোমধ্যে পোস্টটিতে সাত হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটজনতাদের। সেই সঙ্গে এটি শেয়ার হয়েছে চার বার।
গত ২০২২ সালের ২২ জানুয়ারি বিবাহ-বন্ধনে আবদ্ধ হয় রাজ-পরী। একই বছরের ১০ আগস্ট জন্ম নেয় এই তারকা দম্পতির প্রথম সন্তান রাজ্য। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন পরী।