মানিকগঞ্জে পিকনিক বাসে আগুন, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:৫২ পিএম, ১৩ই মার্চ ২০২৩


মানিকগঞ্জে পিকনিক বাসে আগুন, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে পিকনিকের বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেট করার সময় সর্টসার্কিটের আগুনে বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 


গাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, গাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় গাড়ির মালিকের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।


সদর থানার ওসি আব্দুল রউফ সরকার জানান, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ শিক্ষা সফরের জন্য একটি সেলফি বাসকে ভাড়া করে। সকাল ৯টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে থেকে বাসটি ছাড়ার কথা ছিল। বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেটিং করার সময় গাড়ির পেছনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ছাত্রছাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।