অস্কারের সেরা গান ‘নাটু নাটু’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৩

অস্কারের ৯৫তম আসরে এসএস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে।
সোমবার (১৩ মার্চ) ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেলেগু সিনেমার‘নাটু নাটু’ গানটি কম্পোজ করেছেন সংগীত পরিচালক এমএম কিরাভানি। গানটি রচনা করেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ এবং কণ্ঠ দিয়েছেন, রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব।
মৌলিক স্কোর হিসেবে পুরস্কার পেয়েছে গানটি। সোমবার (১৩ মার্চ) সকালেই এই গানে পারফর্ম করে অস্কার মঞ্চ মাতিয়েছেন এনটিআর জুনিয়র এবং রামচরণ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
