সায়ীদের গানে ‘নয়া দামানের’ তসিবা


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৩


সায়ীদের গানে ‘নয়া দামানের’ তসিবা
মুসাইব হাসান সায়ীদ - তসিবা বেগম

গীতিকার মুসাইব হাসান সায়ীদের গীতিকথায় এবার গাইলেন সময়ের আলোচিত ‘নয়া দামান’ খ্যাত কন্ঠ শিল্পী তসিবা বেগম। গানের শিরোনাম ‘পিরিতের নাও’। এটি সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান। 


গানটির ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল জুয়েল রানা খান ও প্রীথি আহমেদ, ভিডিওটি নির্মাণ করেছেন এই গীতিকার নিজেই। 


এ প্রসঙ্গে তসিবা বলেন, ‘সায়ীদের কথায় এটা আমার প্রথম গান। আমার কথা ভেবেই গানটি লিখেছেন। গাইতে গিয়ে ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ করলাম। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ 


গীতিকার সায়ীদ জানান, ‘তসিবার কণ্ঠ এরই মধ্যে সবার কাছে প্রশংসিত হয়ে উঠেছে। অসাধারণ গলা তার। কথা ও সুরের ভিতর তসিবা খুব সহজে ডুবে যেতে পারে, আমার বিশ্বাস সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় থাকবে গানটি ।


‘পিরিতের নাও’ আগামী ১৬ মার্চ সন্ধ্যা ৭টায়  ‘বি এম সি ফিল্ম’স ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশিত হবে বলে জানান তিনি।