শিল্পকলা একাডেমির পরিচালক জ্যোতিকা জ্যোতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৩
শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ছোট পর্দার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। ২ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যোতিকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়ে শোবিজে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। বর্তমানে দুই বাংলায় নিজের জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।