আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব: পায়েল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:৩৪ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৩


আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব: পায়েল
পায়েল ঘোষ

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নায়িকা। বিস্ময়কর বিষয় হলো, এবার সামাজিকমাধ্যমে সাইসাইড নোট লিখে আলোচনায় তিনি।  


সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমি পায়েল ঘোষ। আমি যদি মারা যাই বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাই তাহলে কে দায়ী হবে?’


এরপর কিছুটা সময়ের বিরতি নেওয়ার পর নিজের একটি ছবি পোস্ট করে পায়েল ঘোষ আরেকটি পোস্ট করেন। তাতে এ অভিনেত্রী লিখেছেন, ‘ওড়িশা পুলিশ আমার বাড়িতে আসবে। আমার যদি কিছু হয়ে থাকে তাহলে কেউ বাঁচবে না। আমার ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে যে আমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কিনা।’


হুঁশিয়ারি উচ্চারণ করে পায়েল ঘোষ আরও লিখেছেন, ‘আমি কিন্তু সুশান্ত সিং রাজপুত নই, আমি পায়েল ঘোষ। আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব।’


অভিনেত্রী পায়েল ঘোষের এই স্ট্যাটাসের দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এ পোস্টের মানে খোঁজার চেষ্টা করছেন নেটজনতরা। পাশাপাশি অভিনেত্রী পায়েলকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তবে কেন তিনি এই পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।