মঞ্চে পড়ে যাওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৩

এক মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।
এরইমধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে পড়েছে হাসির হুল্লোড়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু।
তিনি বললেন, ‘নেটিজেনদের কটাক্ষে বিচলিত নই আমি। স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে।’
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ফরিদা পারভীনের, যা বললেন ছেলে

তারা মনে করে আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি: বাঁধন

লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা

নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা
